যুক্তরাজ্য থেকে আজ দেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৭:৪৫:১২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: যুক্তরাজ্য থেকে গ্রামের বাড়িতে আজ সোমবার আসবেন ফুটবল তারকা দেওয়ান হামজা চৌধুরী। সাথে আসছেন মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। হামজার ইচ্ছে বাংলাদেশের জার্সিতে তাঁর অভিষেক ম্যাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে খেলবেন হবিগঞ্জের সন্তান ফুটবল তারকা হামজা চৌধুরী।
তার এমন আসাকে কেন্দ্র করে তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যেন চলছে বিয়ের আয়োজন। ১১ বছর পর দেশে আসছেন হামজা। সাথে তার স্ত্রী ও তিন সন্তান। তার স্ত্রী আলভিয়া চৌধুরী এই প্রথম শ^শুরবাড়ীতে আসছেন। তাকে ঘিরে বাড়িটিকে সাজানো হয়েছে বিয়ের আয়োজনে। বাড়ির পাশে হামজার অর্থায়নে চলা মাদ্রাসার পাশের মাঠে তৈরি হচ্ছে সংবর্ধনার স্টেইজ। এই সংবর্ধনার আয়োজন করেছে স্নানঘাট গ্রামবাসী। পুরো গ্রামে প্রায় ৬টি সংবর্ধনার তোরণ নির্মাণ করেছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ গ্রামের লোকজন। তাদের জন্য রান্না হচ্ছে দেশী খাবার। বিভিন্ন পিঠাপুলি।
হামজা চৌধুরী বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসবেন। পরে গাড়িতে করে গ্রামের বাড়িতে আসবেন হামজা চৌধুরী। ১৮ই মার্চ শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলতে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।