রোটারি ক্লাব সিলেট ক্বীন ব্রীজের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৭:৪৬:৫৪ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (পিপিএম সেবা) বলেছেন, রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করেন, নিজস্ব দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ান। এটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনুস্মরনীয় ও অনুকরণীয়। এর মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহি:প্রকাশ পায়। সকলের সমান অংশগ্রহণের মাধ্যমে সমাজ সুন্দর ও সমৃদ্ধ হয়।তিনি শনিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের ইফতার মাহফিল ও ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার রাকিব আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ সিপি জাকির আহমেদ চৌধুরী পিএইচএফ, রোটারি ক্লাব অব সিলেট মহানগর এর পাস্ট প্রেসিডেন্ট রোটাঃপিপি সৈয়দ আশরাফ আহমদ এমপিএইচএফ, রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ পিপি মোঃ আসাদুজ্জামান সায়েম পিএইচএফ, রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ সিপি এএসএম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, এইচটি সিলেটের অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাঃ সিরাজুল ইসলাম খান, রোটাঃ ড.মির শাহ আলম।
রোটাঃ একেএম লুকমান আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রোটাঃ পিপি ফখরুল ইসলাম, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটাঃ সিপি এম এ ওয়াদুদ আল মামুন,স্বাগত বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের প্রসিডেন্ট রোটাঃ মোহাম্মদ কয়েছ।
ইফতার মাহফিল শেষে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি