ছাত্র মজলিস জালালাবাদ থানার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৭:৪৯:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখার উদ্যোগে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও অর্জন শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার স্থানীয় একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি ইশমাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন বলেন, স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও প্রকৃত ইতিহাস অনেকেই গোপন করে যাচ্ছেন। তরুণ প্রজন্মের নিকট স্বচ্ছ ইতিহাস তুলে ধরতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকার ও তার দোসররা স্বাধীনতার স্বচ্ছ ইতিহাস বিকৃত করে ভুলে ভরা ইতিহাস মানুষের সামনে তুলে ধরেছে। আগামিতে কাউকে স্বাধীনতার ইতিহাস আর বিকৃত করতে দেওয়া হবে না।
থানা সেক্রেটারি জুনাইদ আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান, শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় সভাপতি জুনাইদ আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাও. গোলাম রব্বানী, প্রশিক্ষণ সম্পাদক মাসুক আহমদ, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. কে এম রফিকুজ্জামান, জালালাবাদ থানা সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক নাসিজুর রিয়াজ। বিজ্ঞপ্তি