কেউ দখলবাজী কিংবা অপকর্ম করলে দল তার দায় নিবে না: লুনা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:০৬:৪৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসররা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। লুটপাট করেছে। তারা সেই সমস্ত টাকা দিয়ে দেশকে অস্থিশীল করার চেষ্টা করছে। বিগত দিন ফ্যাসিষ্ট সরকার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তারা প্রশাসনের সর্বস্তরে বসে আছে। প্রশাসনকে সংস্কার করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন।
তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, আমার কাছে অনেক অভিযোগ আছে। কেউ কবরের জায়গা দখল করে ওখানে ঘর তুলছে। এখানে দখলবাজী করবে, উশৃঙ্খল আচরণ করবে সেটা আমি মেনে নিব না। দলের নেতাকর্মীরা অপকর্মের সাথে জড়িত হলে তাঁর দায় দল নিবে না।
তিনি শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আক্তার হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সিনিয়র সহ সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ, আসাদুজামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুগ্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবদলের সদস্য মামুন আহমদ কপি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, সদস্য সাহেল আহমদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য শাহিন আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ শাহজাহান, বর্তমান কমিটির সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ।