গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই : কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:০৭:৫০ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে বলেই এত জনপ্রিয়। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপির উপর জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। অথচ ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করে যাচ্ছি। বিগত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি মজলুম নেতার্কর্মীদের পাশে থেকেছি। দল আমাকে অনেক দিয়েছে। আমিও দলকে কিছু দিতে চাই। আমার জন্ম মাটি সিলেট-৬ আসন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারাই আমার শক্তি আপনাদের সাথে নিয়েই আগামীর পথ পাড়ি দিতে চাই।
তিনি রোববার গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তৃণমূল নেতাকর্মী, ছাত্র-জনতা ও মেহনতি মানুষের সাথে নিজ উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জলা বিএনপির উপদেষ্টা ডা.আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, হাছান ইমাদ, নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এড আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক এড. মামুন আহমদ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন, উপজেলা জাসাসের আহবায়ক আমীর হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জুনাক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশফাক আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমদ, সদস্য সচিব টিপু সুলতান, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম ও সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বুধবারী বাজার ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বাদেপাশা ইউনিয়ন সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল। বিজ্ঞপ্তি