ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:১৩:৪২ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক (ঢাকা বিভাগ) সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী বলেছেন, কুরআন নাযিলের মাসে ইসলাম দেশ ও মানবতার মুক্তির শপথ করতে হবে। রমজান মাস হচ্ছে পবিত্র কুরআন নাযিলের মাস। এই মাসে মহান আল্লাহ পাক মানুষ জাতির কাছে কুরআন নাযিল করে মানুষ জাতিকে ধন্য করেছেন। কুরআন হলো মানুষ জাতির সংবিধান। কুরআন মানুষ জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছে। আমরা পবিত্র কুরআন অনুসরণ করার কারণে যেমন শ্রেষ্ঠ তেমনি পবিত্র কুরআনকে দেশ পরিচালনায় নিয়ে গেলে দেশ হবে শ্রেষ্ঠ। পবিত্র কুরআন নাযিলের মাসে কুরআনকে দেশ পরিচালনায় নিয়ে যাওয়ার শপথ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার নগরীর এক অভিজাত হোটেলে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা শীর্ষক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নজির আহমদ ও সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, কাজির বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মমশাদ আহমদ, বিএনপির সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আলম, বাংলাদেশ জামায়াতের ইসলামী সিলেট জেলা সভাপতি মাও. হাবিবুর রহমান, মহানগর জমিয়ত সহ-সভাপতি মাহমুদুল হাসান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাও. হাবিব আহমদ শিহাব, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর অতিরিক্ত পুুলিশ কমিশনার মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য নুরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি