ডাকাতি রোধে পুলিশের অ্যাকশন আড়াই মাসে আটক ২৯
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:২৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এরমধ্যে সিলেটসহ সারাদেশে ডাকাত আতংক দেখা দেয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে অ্যাকশন শুরু করে জেলা পুলিশ। চলতি বছরের আড়াই মাসে ২৯ ডাকাতকে আটক করে পুলিশ।জানা গেছে, পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি বেড়ে যাওয়ায় তৎপরতা বাড়ায় পুলিশও। পোষাকী পুলিশের পাশাপাশি চলছে সাদা পোষাকে নজরদারিও। ফলে একের পর এক ধরা পড়ছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।
চলতি বছরের আড়াই মাসে সিলেট জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত দলের ২৯ সদস্য। এর মধ্যে মার্চ মাসের ১৫ দিনে গ্রেফতার হয়েছে ৯ ডাকাত। রোববার সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মো. স¤্রাট তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১৫ মার্চ রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিন জকিগঞ্জ থেকে গ্রেফতার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন ১৪ মার্চ রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। ১১ মার্চ রাতে বালাগঞ্জ থেকে আবুল হোসেন নামের এক ডাকাত ও ৯ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের অপর এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ৩ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের ডাকাতি মামলার আরও এক আসামীকে গ্রেফতার করা হয়। ১ মার্চ বিশ্বনাথ থেকে গ্রেফতার হয় আবদুল মুমিন নামের এক ডাকাত সদস্য। এছাড়া জানুয়ারি মাসে ১৩ জন ও ফেব্রুয়ারিতে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এরকম অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এএসপি মো. স¤্রাট তালুকদার।