দক্ষিণ সুরমা থেকে ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:৪১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমা থেকে চিহ্নিত এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৯। শনিবার দিবাগত (১৬ মার্চ) রাত সেহরির সময় (পৌনে ৪টা) দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফিক মিয়া (৩৫) দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, আটক সফিক একটি ছিনতাই মামলার পলাতক আসামি ছিলেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।