খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিফতাহ্ সিদ্দিকীর দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:৪৬:২৬ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এতিম, রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
রোববার সিলেট নগরী একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার এম.এ সালাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, শাহজালাল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, শাহজালাল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি আশরাফুল আলম, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, সম্মিলিত পোশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচাক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, এসএমপির মিডিয়া অফিসার ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার), মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহমান রিপন, হবিগঞ্জের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক আইজি (প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইফতেখারুজ্জামান, ইউট্যাব শাবির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইকআল, প্রফেসর ড. মোজাম্মেল হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আজমল হোসেন কুনু, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর এবিপার্টির আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব রেজাউল করিম সোয়েব, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মোজাম্মেল হোসেন, প্রফেসর ড. শাহ আরিফুল হক, প্রফেসর ড. মো. মুরাদ, প্রফেসর ড. সাইফুল ইসলাম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. কাওছার হোসেন, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. কাজী মেহতাজ, প্রফেসর ড. মোজাম্মেল হক।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, সিলেট ভিউ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সাংবাদিক মোহাম্মদ গোলজার আহমদ, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, ফটো জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সিলেট ওমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্না হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি প্রমূখ।
ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ক্রীড়া সংগঠক আরাফার রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা সালেহ আহমদ। বিজ্ঞপ্তি