জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হয়ে থাকতে হবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:৪৮:২৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে।
মুক্তাদির বলেন, পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন। আমাদের স্বনির্ভর দেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে। জনআকাঙ্খা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য দল এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হয়ে থাকতে হবে। কথায় কাজে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের করতে হবে। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকা- ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে।
তিনি রোববার ২১ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদল ও কৃষকদল এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকুর পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, আমিরুজ্জামান দুলু, ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লুতফুর রহমান মোহন, সাংগঠনিক সম্পাদক কয়ছর হোসেন, ২১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান শফিক, সিনিয়র সহসভাপতি রানা মিয়া, সহ-সভাপতি মইনুল ইসলাম খান সায়েক, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাসিম আহমদ, সহসাধারণ সম্পাদক মুহিবুর রশিদ মনোয়ার, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি