দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:৫৩:২০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয় ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন’র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন’র সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদ রহমান মেম্বার, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।