ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৯:৫৬:৩৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: মন্নান বক্স এর সভাপতিত্বে ও মো: শাহাব উদ্দিন সাবুল এবং ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সৈয়দ কওছর আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল রুপ আব্দুল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি রকিব আলী প্রমূখ।