দর্জিপাড়ায় ঘুম নেই শ্রমিক-কারিগরদের
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১০:২৪:৪২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: মাহে রমজানের অর্ধেক পর এখন দর্জিপাড়ায় ঘুম নেই শ্রমিক-কারিগরদের। ঈদে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুরসত নেই। নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক দোকানি।
সরেজমিনে দেখা গেছে, সরগমর শহরের সবকটি দর্জিপাড়া। কাপড় কাটার টেবিল, সেলাই মেশিনের খটখট শব্দ, আর সুই-সুতার কাজে ব্যস্ত কারিগর-শ্রমিকরা। পাঞ্জাবি, কুর্তা, শাড়ি, লেহেঙ্গা, গাউন সব ধরনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এক্সপ্রেস সার্ভিসের জন্য অনেকে বাড়তি টাকা দিয়ে দ্রুত পোশাক বানিয়ে নিচ্ছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাপড় কাটা, সেলাই ও কারুকাজ। ১৪ রমজানের পর থেকে দর্জিরা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে ১০-১৪ রমজানের মধ্যে অধিকাংশ দোকান অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। এখন কাজের চাপ অনেক বেশি। দর্জিরা দিনে ১৫-১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন।
মো. মামুন নামে এক দর্জি বলেন, ঈদের আগে ঘুমানোরও সময় নেই। সবাই চায় তাদের পোশাক সময়মতো হাতে পেতে, তাই দিনরাত কাজ করে যাচ্ছি। চাঁদ রাত পর্যন্ত তাদের ব্যস্ততা থাকবে। এরপর কিছুটা স্বস্তি মিলবে। তবে তাদের পরিশ্রমের ফল হাজারো মানুষের ঈদের আনন্দে ফুটে উঠবে।
এক দর্জি দোকানের জানান বাচ্চাদের ও বড়দের সব ধরনের পোশাক তৈরি করছি। ঈদের মৌসুম ভালোই যাচ্ছে। গতবারের তুলনায় এবার কাজের চাপ বেশি। শবে বরাতের পর থেকে দোকানে অর্ডারের লাইন লেগে গেছে।
এক দর্জি দোকানের মালিক ইসমাইল হোসেন বলেন, এবার আনে কাজের চাপ। এরমধ্যে দর্জিরা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে বাধ্য হয়ে আমাদেরও অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হচ্ছে। এবার বিশেষ করে থ্রি-পিস, শাট, প্যান্ট, পাঞ্জাবি ও হিজাবের চাপ বেশি।