প্রাথমিকের শেষ, মাধ্যমিকে ছাপা বাকি ৪০ লাখ বই
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১০:৩০:১৭ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : প্রাথমিকের সব শ্রেণির বই ছাপানো শেষ হয়েছে। আর মাধ্যমিকের এখনো ৪০ লাখ বই ছাপানো বাকি। রোববার (১৬ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর রিয়াজুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিকের সব বই ছাপানো শেষ হয়েছে। আর মাধ্যমিকের ৪০ লাখের মতো বাকি আছে। সেগুলো আজ বা কালকের মধ্যে ছাপানো শেষ হবে।’ছাপানো বই শিক্ষাপ্রতিষ্ঠানে কবে দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছাপানোর পর বাইন্ডিং, কাটিংসহ কিছু কাজ রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারব।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কারিকুলামে পরিবর্তন আনা হয়। সেই হিসেবে পাঠ্যপুস্তকও পরিমার্জন করা হয়। ফলে বছরের শুরুতে সব বই দেওয়া সম্ভব হয়নি। কাগজের সংকট, দেরিতে টেন্ডার প্রক্রিয়াসহ নানা কারণে শিক্ষাবর্ষ শুরুর আড়াই মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটি। এনসিটিবি একাধিকবার বই ছাপানোর ডেডলাইন দিলেও সেটি পূরণ করতে পারেনি।