উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে জাতি ঐক্যবদ্ধ হবে : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৫:৫৩:২৮ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে জাতি ঐক্যবদ্ধ হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হবে। আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠায় উলামায়ে কেরামদের ভূমিকা অপরিহার্য। তিনি শাহজালাল, শাহ মাখদুমের বাংলাদেশে ইসলাম বিজয়ী করতে উম্মার ঐক্যের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান।
তিনি রোববার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে ইত্তেহাদুল উলামা সিলেট এর উদ্যোগে আলেমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইত্তেহাদুল উলামা সিলেটের সভাপতি মাওলানা মো: কমর উদ্দীনের সভাপতিত্ত্বে ও সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদারের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, উপাধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ ফায়জুল্লাহ বাহার, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়া মাহমুদিয়া সুবহানিঘাট র মুহাদ্দিস মুফতী মাওলানা জিয়াউর রহমান, দারুল আজহার মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরে মাওলা, ইমাম আবু হানিফা ফতোয়া ও গবেষণা ইন্সটিটিউটের মাওলানা মোস্তফা সোহাইল হিলালী, জাতীয় ইমাম সমিতি সিলেট এর সভাপতি মাওলানা এহসান উদ্দীন, দারুস সালাম মাদরাসা সিলেট এর মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, দরগাহ মাদরাসার মুফতি রশিদ আহমদ, বিয়ানীবাজারস্থ বৈরাগীবাজার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, চরা জামেয়া ইসলামিয়া জগন্নাথপুর এর সুপার মাওলানা সালেহ আহমদ।
আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, রাজনগর দারুসসুন্নাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইন, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদরাসা গোলাপগঞ্জ এর অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসা কানাইঘাট এর মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমান, ইত্তেহাদুল কুররা বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতী আলী হায়দার, জামেয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা কানাইঘাট এর অধ্যক্ষ মাওলানা শরিফ আহমদ, বরইকান্দি ফাজিল মাদরাসা দক্ষিণ সুরমার অধ্যক্ষ মাওলানা রিয়াজ উদ্দীন, লামা ঝিংগাবাড়ী মোহাম্মদীয়া আলিম মাদরাসা কানাইঘাট এর অধ্যক্ষ মাওলানা মোরতজা আলী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সুনামগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, এলাহাবাদ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুখলিসুর রহমান, দাসউরা সিনিয়র মাদরাসা বিয়ানীবাজার এর উপাধ্যক্ষ মাওলানা কামাল আহমদ, ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসা কানাইঘাট এর উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভূইয়া, মেজরটিলা জামে মসজিদের ইমাম মাওলানা ওলীউর রহমান, জান্নাতুল উম্মাহ মাদরাসা বিয়ানীবাজার এর অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ সুমন দুবাগী, সুজাউল সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শাব্বির আহমদ, প্রাবন্ধিক মুফতী ইমদাদ ফয়েজী, জালালাবাদ মাদরাসা চারখাই এর সুপার মাওলানা আলিম উদ্দীন, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসা কানাইঘাট এর প্রভাষক মাওলানা আব্দুল গণি, মনসুরিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আহাদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান মাওলা তরিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। বিজ্ঞপ্তি