বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৫:৫৬:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নে সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী বেলাল ফরিদী।
রোববার স্থানীয় ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ। বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, দুলাল আহমদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিম, যুবদল নেতা রুহুল আমিন প্রমুখ।