ছাতকের কালারুকা ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:১৫:২৩ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশবাসীর প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। দেশের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই হবে জনগণের সরকার। ভোটে যারা জয়ী হবেন তারাই ক্ষমতায় যাবেন এর কোন বিকল্প নেই।
রোববার নুরুল্লাপুর গ্রামের মাঠে উপজেলার কালারুকা ইউনিয়নের ৬ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইব্রাহিম আলী রাসেল এবং শাহিনুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, প্রবাসী আব্দুল বাছিত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার প্রমুখ।
ইফতার মাহফিল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন, আতাউর রহমান এমরান, ছায়াদুজ্জামান, এড. আব্দুল কাহার, ফয়জুর রহমান, কয়েছ আহমদ, দিদার আলম, সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর আহবায়ক কমিটির সদস্য লায়েক শাহ, জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, সদস্য সচিব আবুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, নজির আহমদসহ উপজেলা, পৌর ও কালারুকা ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি