গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:২০:১৫ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। আমাদের সতর্কতা যেমন জরুরি তেমনি আমদের সুদৃঢ় ঐক্য আরোও জরুরি। আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই। আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে সহযোগিদের ভুলে গেলে চলবে না তাদের নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি রোববার গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির আয়োজনে টাওয়ারের নিচ তলায় প্রায় ৫০জন মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইসমাঈল হোসেন কয়েছের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. জহির রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন গোল্ডেন টাওয়ার জামে মসজিদের মোতায়াল্লী নুরুল ইসলাম খান ও আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ।
উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি গেলাম রব্বানী, সহসভাপতি বদরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: নয়ন আহমেদ রিপন, অর্থ সম্পাদক এম এ খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সাকির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি