১০, ২২ ও ২৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:২১:৪৩ অপরাহ্ন
জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপি বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলের অংশ হিসেবে ১০, ২২ ও ২৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ২২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।
২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, দক্ষিণ সুরমা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ (মেম্বার), মহানগর বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ কবির, স্বেচ্ছাসেবক দল নেতা হুসাইন আহমদ রুহুল, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল ইসলাম, হেলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, শেখ আজাদ মিয়া, মোঃ রফিক মিয়া, এমদাদ হোসেন, সাজেল আহমদ, সহিদুর রহমান, সাহেদ আহমদ, তরুণ দলের জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, শামীম আহমদ আলীম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাহেল শাহ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমদ, ফয়েজুর রহমান ফেয়েজ, ফরহাদ আহমদ, তরুণ দলের মহানগর সাধারণ সম্পাদক ইসলাম আহমদ তায়েফ, ছাত্রদল নেতা শাকিল আহমদ, জনি, শাহ কাউছার, সুমন মিয়া ও নাহিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি