মহানগর জমিয়তের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:২৪:৫১ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে সবার ঐক্য অপরিহার্য। পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার আগেই তা উপড়ে ফেলতে হবে। কোন বিভাজন নয়, অরাজক পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দলকে এক কাতারে দাঁড়াতে হবে। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে দল মতের উর্ধ্বে উঠে সকলকে কাজ করতে হবে।
তিনি রোববার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর কর্তৃক নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, দক্ষিণ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী। বিজ্ঞপ্তি