শাবি কোষাধ্যক্ষের পিতৃবিয়োগে উপাচার্যের শোক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:২৬:৪৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।শোকবার্তায় উল্লেখ করা হয়, শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আশরাফুল আলম (৭৪) সোমবার সকাল ৯টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম যশোর জেলার চৌগাছা পৌরসভার বাসিন্দা ছিলেন।
তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।