জুড়ীতে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:৩১:৫২ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জুড়ী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
উপজেলা বিএনপির আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার আমীর আব্দুল হাই হেলাল, সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা কর্ম ও শূরা সদস্য লুৎফুর রহমান আজাদী, খেলাফত মজলিসের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রেজা, সাবেক জেলা সদস্য এমএ মোহাইমিন শামীম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।