সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৯:৪০:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হয়েছে। আওয়ালীগ পালিয়ে গেছে। শুন্যস্থান পুরণের জন্য অন্যদল দখলে নিয়েছে। তাদের চাঁদাবাজি কমেনি। আগে চাঁদাবাজি করতো কালা মিয়া এখন করে লাল মিয়া। শুধু কালাটা লাল হয়েছে, লালটা কালা হয়েছে।
রোববার ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুহাম্মদ আব্দুল মুসাব্বির রুনু, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান, এবি পার্টির আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ।