বেকা সিলেট ইউনিটের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৯:৪৭:০১ অপরাহ্ন
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সদস্যদের নিয়ে রোববার সিলেটের জিন্দাবাজার তাঁতীপাড়াস্থ দি এইডেড হাইস্কুল এর শিক্ষক মিলনায়তনে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিভাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাম-লী ও সদস্যগণ ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, মেজর ড. তোফায়েল আহমদ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লেফটেন্যান্ট মোহাম্মদ হেলাল উদ্দিন এবং টিইউও মোঃ মজির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো. শাহআলম রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, প্রচার সম্পাদক সাংবাদিক মো. মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. এহিয়া, নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, হুসনুল মো. আনিসুল হক চৌধুরী (সুমন), সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, কো-অপ্ট সদস্য ডা. এ. এ এম শিহাব উদ্দিন, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ ছদরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, জুনায়েদ আহমেদ আব্দুর রহমান, সাধারণ সদস্য এম.এ. মতিন, মোয়াজ্জেম হোসেন লনি, মো. এমদাদুল হক আকন্দ, টিইউও সামসুদ্দোহা রাজু, সাংবাদিক তাইনুল ইসলাম আসলাম, বাসুদেব তালুকদার, এনামুল হক এনাম, সুলতান মোঃ রাজু, আব্দুল জলিল, লিজা বেগম (মীম), মো. আল-আমিন হোসেন, হারাধন তালুকদার, বেকা হবিগঞ্জ ইউনিটের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান শাহিন, দি এইডেড হাইস্কুল বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ-সহ প্রমুখ। এদিকে,বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের উদ্যোগে গাজী বুরহান উদ্দিন (রহঃ) মাদ্রাসায় ছাত্রদের নিয়ে শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি