নির্বাচনে সৎ শিক্ষিত লোককে সংসদে পাঠাতে হবে: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৯:৫১:৪০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসালামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গুম খুন লুটেরা ব্যাংক ডাকাত ভোট চোর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ প্রত্যাখান করেছে। ছাত্রজনতার আন্দোলনের বিপ্লবত্তোর বাংলাদেশে জনগণের সম্পদ লুন্ঠনকারী কেউ আর নির্বাচিত হতে পারবে না। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ন্যায়পরায়ন শিক্ষিত লোককে জনপ্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট-২ (ওসমানীনগর-বিশ^নাথ) আসনে অধ্যক্ষ আব্দুল হান্নানকে দলীয় মনোনয়ন প্রদান করেছে। নির্বাচন এলে সিলেট-২ আসনের উন্নয়নের জন্য জামায়াত প্রার্থী আপনাদের সন্তান অধ্যক্ষ আব্দুল হান্নানকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করার জন্য অনুরোধ করছি।
তিনি আরো বলেন, অধ্যক্ষ আব্দুল হান্নান একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তার নেতৃত্বে সিলেটে ব্যবসায় অনেক গতিশীলতা এসেছে। তিনি অত্যন্ত সুনামের সাথে তাজপুর ডিগ্রী কলেজে প্রভাষক ও সিলেট মিরাবাজার জামেয়ায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বের সময়ে সিলেট জামেয়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
তিনি সোমবার বিকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের শরিসপুর গ্রামে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নানের বাড়িতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অধ্যক্ষ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আমীর মুহাম্মদ সোহরাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার মেম্বার, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক। উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বাবুল, উছমানপুর ইউনিয়ন জামায়াতের এর আমীর সার্জেন্ট শায়েস্তা মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মুমিন, বিশ^নাথ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবুল কালাম, ওসমানীনগর উপজেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি নোমান হাসান, উত্তর শাখা শিবিরের সেক্রেটারী তোফায়েল আহমদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পরকুল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই বাহুবলী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। কর্মজীবনে আমি আমার এলাকার জমির আহমদ উচ্চ বিদ্যালয়, তাজপুর ডিগ্রী কলেজ এবং সিলেট জামেয়ায় শিক্ষকতা করেছি এবং পাশাপাশি শহরে ব্যবসা করছি। আমি ইসলামি রাজনীতি করি। এলাকার উন্নয়নে কাজ করতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সহযোগীতা ও ভোট চাই।