বড়লেখায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৫:৪২:২৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, জেলা সহ সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী লোকমান আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আমীর এমাদুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, মাওলান লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ-সভাপতি শামীম আহমদ, ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খসরুল আলম, আঞ্জুমানে আল ইসলা সম্পাদক মাওলানা সাহেদ আহমদ জুয়েল, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।