জামায়াত কর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে: শাহজাহান আলী
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৫:৪৩:৩৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী সেক্রেটারী এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা তার লুটেরা সাঙ্গপাঙ্গদের নিয়ে প্রায় লক্ষাধিক হাজার কোটি টাকা লুট করে এদেশের আর্থিক খাত ধ্বংস করে পালিয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতিতে জামায়াত কর্মীদের ইসলাম এবং আধুনিকতার যোগ্যতা অর্জন করে সততার সাথে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
তিনি সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউম্দা বাজার শাহী ঈদগাহ ময়দানে পানিউম্দা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ জাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ ও মিজানুর রহমান শিপন এর সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এ মূসা ও কর্মপরিষদ সদস্য এটিএম হাসান প্রমূখ।