গোয়াইনঘাটে পশ্চিম জাফলংয়ে বিএনপির ইফতার
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৫:৪৯:৪৯ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেনা। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে।
তিনি সোমবার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাতুরতল বাজার মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে, যুবদল নেতা নাজমুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, লেংগুড়া ইউনিয়ন সভাপতি কমর উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মাসুক আহমেদ, ৪নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির, যুবদল নেতা আব্দুল লতিফ। বিজ্ঞপ্তি