জামালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৭:৪১:০৪ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জামালগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমেদ খান।
জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের অফিস সম্পাদক নুরুল ইসলাম, জেলা শুরা সদস্য মাও: হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রব, জামালগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি মো: হাবিবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান প্রমুখ।