সিলেটে ফ্যাড-ক্যাব’র আন্তর্জাতিক শিক্ষামেলা ১৯ ও ২০ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৮:০১:৫১ অপরাহ্ন
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের কল্যাণে আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব)। আগামী ১৯ ও ২০ এপ্রিল সিলেট নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ফ্যাড-ক্যাব সিলেট জোন এর সেক্রেটারি ও ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলার আহবায়ক আবু তৈয়ব দিপুর সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম। বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ ও ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সিলেট এক্সাম ম্যানেজার মো. মিছবাহ উদ্দিন, টোয়েফলর কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ ও ফ্যাড-ক্যাব সিলেট জোনের সদস্যবৃন্দ।
প্রস্তুতি সভা শেষে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে ফ্যাড-ক্যাবের মেম্বারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রেফেল-ড্র ব্যবস্থা থাকবে। মেলায় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থাসহ সিলেট ও সারা বাংলাদেশের সুনামধন্য ৪০টির অধিক কনসালটেন্সি ফার্ম, ১০০ টির অধিক ফরেইন ইউনিভার্সিটি’র সাথেও সরাসরি কথা বলার সুযোগ থাকবে। বিজ্ঞপ্তি