দুর্নীতি মুক্তকরণ ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৮:৫১:০৮ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার্যম্যান জালাল আহমদ, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশিদ অ্যাডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল গফুর, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য গোলাপগঞ্জ ৪ নং লক্ষীপাশা ইউপি মেম্বার এনামুল হক আবুল, আব্দুল মতোয়ালী ফলিক, আফসারুজ্জামান আফসার, সমাজসেবী ওসমান আলী, রফিকুল ইসলাম শিতাব, দৈনিক নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, নাজমুল হক পাবেল, তাহিরপুর নাগরিক পরিষদের উপদেষ্টা এস আই ইমদাদ হোসেন, যশোর জেলা সমন্বয়ক দন্তচিকিৎসক হারুনুর রশিদ, ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমীদ, ইতালি প্রবাসী কমিউনিটি নেতা কয়েস ইকবাল, শ্রমিক নেতা মিজান গাজী, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা রাহেল বখত, কাওছার বখত রাসেল, শিক্ষানবিশ আইনজীবী তামিমুর রহমান, আরিয়ান খান, মিজানুর রহমান, তাজউদ্দিন আহমদ, সিলেট মহানগর হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমদ, শাহজাহান আহমদ, পিয়ার হোসেন, জানে আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন চতুলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব। বিজ্ঞপ্তি