মৌলভীবাজার জেলা পুলিশের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৬:০০:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় স্থানীয় পুলিশ লাইন্স-এ জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ খাদেম উল কায়েস, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল সাজ্জাদুল হাসান, ৪৬ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়ত হুমায়েদ আলী শাহিন, এনটিভির স্টাফ করসপনন্টেন্ট এসএম উমেদ আলী, যায়যায়দিনের স্টাফ রিপোটার মোঃ আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।