সুনামগঞ্জে হাফেজে কুরআনদের শিবিরের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৬:০৫:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ সদর পূর্ব শাখার উদ্যোগে হাফেজে কুরআনদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবে শতাধিক হাফেজকে এ সংবর্ধনা দেয়া হয়।
সদর পূর্ব শাখার সভাপতি একরামুল হক মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুনতাসীর বিল্লাহ শাহীদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার সভাপতি মেহেদি হাসান তুহিন, জেলা শিবিরের সেক্রেটারি শাহরিয়ার আলম ফাহিম ও জেলা আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।