জালালপুরে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৬:৪০:০৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেছেন, সৎ দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিপতিত। দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্রহীনতার কারণে সঠিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি মঙ্গলবার বিকেলে জালালপুর বাজারে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন আয়োজিত মাহে রামাদ্বান এর তাৎপর্য্য ও বদর দিবস এর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মোজ্জামেল আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজমুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাহবুল হক ও সাবেক ছাত্রনেতা সিরাতুল আম্বিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল্লুাহ আল মারুফ।
উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাহফুজ আহমদ, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, জামায়াত নেতা জয়রুল হক সিকদার, মহিবুর রহমান, মাহবুব আহমদ, ইকবাল আহমদ, জুয়েল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়নের সহসাধারণ ইছহাক আহমদ, রাসেল আহমদ, ছাত্র সমন্বয়ক মাহবুব রহমান, তোফায়েল আহমদ, আমিনুর রহমান, সালমান আহমদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ হাফিজ মোজ্জামেল আলী।