ঐক্যবদ্ধভাবে গণবিরোধী ব্যবসার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে: ড. বাবুল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৮:১৪:৪১ অপরাহ্ন
ইন্ডাস্ট্রিয়েলিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবিডব্লিউএফ সিলেট অঞ্চল সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, রমজান মাস আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। আপনারা ১১ মাস ব্যবসা করছেন ১ মাস পণ্যের দাম কমিয়ে দেন। হালাল ব্যবসা করা শুধু বৈধই নয় বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনার অংশ। ইসলাম ব্যবসাকে বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এতে সততা, ন্যায়পরায়ণতা ও হালাল-পদ্ধতির অনুসরণ করতে হবে। তবেই প্রকৃত মুমিন হওয়া যাবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ব্যবসার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। একজন প্রকৃত মুসলিম ব্যবসায়ী কোনো সময় সিন্ডিকেট ও হারামভাবে উপার্জন করতে পারে না।
তিনি মঙ্গলবার ইন্ডাস্ট্রিয়েলিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবিডব্লিউএফ সিলেট মহানগরীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের মহানগরীর সহ-সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল লতিফ ও কামাল আহম্মেদ। মাহফিলে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি