গোয়াইনঘাটে সিভিএ’র প্রারম্ভিক সভা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৮:১৬:১৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সকল বিষয়ে সুরক্ষা দিতে সচেতন হতে হবে। শিশুদের সেবাপ্রাপ্তির বিষয়ে তথ্য জানতে হবে এবং জানাতে হবে।গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পুলিশ স্টেশনের সাথে শিশুকল্যাণবোর্ড গঠনে জনগণের সম্পৃক্তকরণের মাধ্যমে সিভিএ প্রারম্ভিক সভায় বক্তারা এমন আশা ব্যক্ত করেন।বুধবার মধ্যাহ্নে গোয়াইনঘাট এপিতে ঝলমল মরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক, চাইল্ড প্রটেকশন অফিসার দিপঙ্কর, মনিটরিং অফিসার তপন শাহা, পুলিশ কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক নূরুল হুদা, মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রমোটার রুকেয়া বেগম ও চাইল্ড ফোরামের নেতৃবৃন্দ।