কুয়ালালামপুর বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৮:৫৩:৫০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: কুয়ালালামপুর আন্তর্জাাতিক বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশীকে আটক করেছে একেপিএস। মঙ্গলবার ৩৬ বাংলাদেশীসহ ৪৫ জনকে আটক করে কেএলআইয়ের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এর আগে ১৭ মার্চ ক্রিকেটার সেজে মালয়েশীয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।বুধবার একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘন্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশীদের কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল। তারপর দেখা গেছে যে ৪৫ জন এই দেশে প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশী এবং বাকি নয়জন পাকিস্তানি।
তারপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তাদের অবতরণ করতে দেওয়া হবে না। তার আগে আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে একেপিএস।