বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:০৫:২২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরস্থ ছামি ইয়ামি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অভিভাবক ফোরামের সদস্য আলাউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শমসেরনগরস্থ কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর উল্লাহ পিএসসি।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট মেডিকেল কলেজের ব্রেইন, স্নায়ু ও মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক শারমিন রহমান, সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক ইশতিয়াক আহমদ চৌধুরী, সাদেকুর রহমান ও মোহাম্মদ তানভীরুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আমিনুল ইসলাম ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক সুয়েবুর রহমান, সাহেদ, শিক্ষার্থী আবিদা আহমদ মাহা ও মাজহারীন মারিয়া প্রমুখ। পরে ফোরামের পক্ষ থেকে অধ্যক্ষকে ক্রেস্ট প্রদান করেন সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনামসহ অন্যান্য অতিথিরা।