খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:০৭:১০ অপরাহ্ন
খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বলেন, শুধুমাত্র ঐক্যের বক্তব্য দিলেই চলবেনা, বাস্তবমুখী ঐক্যের কাজ করতে হবে, অন্যথায় আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। জুলাই বিপ্লবের পর ইসলামী অনুশাসনের জন্য বাংলাদেশের ভূমি উর্বর হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন ইসলামী অনুশাসন দেখতে চায়। তাই ইসলামী দল গুলোর সাথে সাধারণ মানুষের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর একটি সেন্টারে সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ড. মুনসি নাসির উদ্দীন, বিজনেস স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ খালেদ রহমান, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জালালাবাদ ইমাম সমিতির সহসভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, কওমি মাদরাসা ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, বাংলাদেশ লেবারপার্টি সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সাংবাদিক গোলজার আহমাদ হেলাল, সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে. এম. রফিকুজ্জামান, মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামি যুব মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসাইন কামিল।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সিলেট শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রওনক আহমদ, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা গোলাম রব্বানী, সিলেট সোসাইটির সেক্রেটারী মাওলানা মোশাহিদ শিকদার, সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার, মহানগর খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, পেশাজীবি ফোরাম সভাপতি আশরাফ হোসেন জামান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি