বিএনপি জনগণের জন্য রাজনীতি করে : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:৪৬:২৫ অপরাহ্ন
বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি যে জনগণের জন্য- এই বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। বুধবার নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৮নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
লোদী বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচারমুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের আগাতে হবে।
বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের যৌথ পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, মহানগর বিএনপির সদস্য সিরাজ খান, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিক আহমদ চেয়ারম্যান, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু। বিজ্ঞপ্তি