ভাদেশ্বর ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:৪৭:৪৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদেশ্বর ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দক্ষিণভাগ কেন্দ্রীয় শাহি ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন পূর্বভাগ ইউনিট সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা আব্দুস শহীদ, ভাদেশ্বর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাহজান আহমদ সাজু।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডাক্তার এমদাদুল হক খান এনাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আহমদ, পেশাজীবি ইউনিট সভাপতি মাহবুব আল ফারুক ডিপু, ঢাকাদক্ষিণ জামেয়ার শিক্ষক আলী শাহান, আমেরিকা প্রবাসী আব্দুর রহীম দৌলত, সৈয়দ আফতার হোসেন, ইউনিয়ন সহ সভাপতি সেলিম আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি বুরহান উদ্দিন খান, ৫নং ওয়ার্ড সভাপতি খালেদ আহমদ, নজরুল ইসলাম, অফিস সম্পাদক জাবেল আহমদ, ৪নং ওয়ার্ড সহ সভাপতি সুমন আহমদ, ৬নং ওয়ার্ড সেক্রেটারি নুর উদ্দিন, মস্তফা আহমদ, হেলাল আহমদ, মুরশেদ আহমদ, অনিক আহমদ, শহীদুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।