ছাতকে ইউপি চেয়ারম্যানসহ ৫ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:৫৩:১৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করা হয়ছে। তারা হলেন, মো. কামাল হোসেন প্রকাশিত কামাল মৃধা (৪০), মো.আব্দুল কাদির টুটুল (৪১), মো.আখতার হোসেন (৩৪) এবং মো. মোছাদ্দিক হোসেন সাব্বির (২৭)। বুধবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতার মো.কামাল হোসেন ওরফে কামাল মৃধা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর ছড়ারপার গ্রামের আশিদ আলীর ছেলে এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা নৌ-যান শ্রমিক লীগের সভাপতি।
ইসলামপুর ইউনিয়নের গণেশপুর (দালানবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ৩ পুত্র মো. আব্দুল কাদির টুটুল (যুবলীগ সমর্থক) মো. আখতার হোসেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। মোসাদ্দিক হোসেন সাব্বির ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে, ছাতক থানা পুলিশের অপর এক অভিযানে উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন কে গ্রেফতার করা হয়েছে। বুধবার তার নিজ গ্রাম উপজেলার ভাতগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।