ইলম ও আমল ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫, ৯:৫৬:৫৩ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে মুসলমানদের অবগত করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সমাজের কল্যাণ ও প্রজন্ম গঠনে দ্বীনি ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলম ও আমল ছাড়া সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারে সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য।
তিনি বলেন, আল্লাহ পাক কুরআনে বলেন, ‘যারা ঈমান এনেছে, তাদের মধ্যে আলেমদের মর্যাদা আল্লাহ বহু উচ্চতায় উন্নীত করেন।’ রাসুলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
তিনি মঙ্গলবার সিলেটের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ মাদ্রাসার সবক প্রদান, সবক সমাপন, বার্ষিক পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দুইটি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম অধিবেশনের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন আদিল আহমদ ও ফারহান নাদিম চৌধুরী। তাদের হৃদয়গ্রাহী তেলাওয়াতে উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ ও শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে তানযীম শিশু শিল্পীবৃন্দ ‘তানযীম সংগীত’ পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদরাসা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব এবং কুদরতউল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এএইচএম সুলায়মান, ইসলামিক চিন্তাবিদ ও দাঈ ইলাল্লাহ মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাওলানা বদরুদ্দিন বিন ইসহাক আল-মাদানী। উপস্থিত অতিথিবৃন্দ তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার মান ও কার্যক্রমের প্রশংসা করেন। দ্বীনি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মো. আসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ড. আবুল হাসেম চৌধুরী। উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের বিশেষ উপহার প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী। বিজ্ঞপ্তি