জুড়ী থেকে সাত বছরের মেয়ে নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৫:৫৬:৫৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রাম থেকে সাদিকা জান্নাত রিনা (৭) নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। বুধবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় রিনার মা তাহমিনা আক্তার রাতে জুড়ী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
পরিবার সূত্র জানায়, রিনা বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল দক্ষিণ গ্রামের আব্দুল মালিকের মেয়ে এবং স্থানীয় ইয়াকুবিয়া ইবতেদায়ি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে মায়ের সাথে বাছিরপুর নানার বাড়ীতে ছিল। বুধবার সকালে নানার বাড়ী থেকে পাশের মসজিদে দারুল কেরাতে যাওয়ার জন্য বের হয়। দুপুরে বাড়ির অন্য শিশুরা ফিরে আসলেও রিনা ফিরে আসেনি। অন্য শিশুরা জানায় রিনা মসজিদেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
রিনার মা তাহমিনা জানান, সকালে বাড়ী থেকে যাওয়ার সময় তার পরনে গোলাপি রঙের একটি ফ্রক ও খয়েরী রঙের ওড়না পরিহিত ছিল। রিনা লম্বায় প্রায় তিন ফুট এবং গায়ের রং বাদামী। তার মুখ গোলাকার ও চুল কালো-লম্বা।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূইয়া রাত সোয়া এগারোটায় জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চাটিকে উদ্ধার করতে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।