বাহুবলে জামায়াতের কর্মী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৪৭:০৪ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে চাই একটি সুসংগঠিত জাতি, সেই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা জামায়াতের আমীর মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী হাবিবুর রহমানের পরিচালনায় বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় বিষয় নিয়ে প্রধান অতিথির আলোচনা করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী।কর্মী শিক্ষা শিবিরে দারসুল কুরআন প্রদান করেন জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, ইসলামি আন্দোলনের কর্মীদের প্রত্যাশিত মান ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী কাজী আব্দুর রউফ বাহার। কর্মী শিক্ষা শিবিরে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডসহ বিভিন্নস্তরের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।