হাটখোলায় সাচি গ্রুপের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৩৭:৪৫ অপরাহ্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে সিলেটের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। স্থানীয় হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এম এন্ড সি সাচি গ্রুপের স্থানীয় নিয়োগ ব্যবস্থাপক প্রকৌশলী নকুল সূত্রধরের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক মাজহারুল ইসলাম সাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বী রহমত আলী, এলাইছ মিয়া, আজাদ মিয়া, জাকারিয়া আহমদ, নীলকান্ত, গোবিন্দ, সজিব, শ্রাবন, শিমুল, রাজু, রুবেল আহমদ ও কুমুদ প্রমূখ। বিজ্ঞপ্তি