সুনামগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৩৬:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নির্মাণাধীন ৫ম তলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় পুরাতন বাসস্ট্যান্ডে পানসী রেষ্টুরেন্টর নির্মানাধীন ৫ম তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।
ভবনে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, পানসী রেষ্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছিলো। এ সময় নিহত রাজমিস্ত্রী ৫ তলা থেকে অসাবধানতাবশত নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন শ্রমিক তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।