ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৫৪:০৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় স্টোন ক্রাশার মেশিন বসিয়ে ব্যবসা করে আসছেন ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা। গত ১৮ মার্চ উপজেলা প্রশাসনের অভিযানে ভাঙচুর করা হয় মেশিন ও স্থাপনা। এর প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বিকেলে ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় এই প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা প্রশাসন আমাদেরকে কোন কিছু না জানিয়ে ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়েছে। ভাঙচুর করেছে আমাদের অফিস ঘর ও স্টোন ক্রাশার মেশিন। ভাংচুর পরবর্তী রাতে বিভিন্ন ক্রাশার মিল থেকে কয়েক কোটি টাকা পাথর চুরি হয়েছে। এই অভিযানে আমাদের সব মিলিয়ে প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত নয়, কয়েক হাজার শ্রমিকও তাদের কর্ম হারিয়ে দিশেহারা। অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।
ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ জাফর মিয়া, লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, রুহান আহমদ প্রমুখ।