সুনামগঞ্জে শিবিরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৫৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাছননগরের সংগঠনের জেলা কার্যালয়ে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমনদ্দোজা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম, ইসলামি ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি ফয়জুল্লাহ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র জমিয়তের জেলা সেক্রেটারি আহমদ মারজান প্রমুখ।