জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৮:৫৯:০৮ অপরাহ্ন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর সভাপতি, বংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম এর আহবায়ক রমিজউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আগামীর সম্ভাবনা উপলব্ধি করেই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। যারা এই ফোরামে আসতে চান এবং যাদের স্বপ্ন এই ফোরাম ঘিরে, তাদের দেশ গড়ার প্রত্যয় নিয়েই এগোতে হবে।
বুধবার রাতে নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলার সভাপতি শাহ আশরাফুল ইসলাম আশরাফ এডভোকেট এর সভাপতিত্বে ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর সহ-সভাপতি জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল এডভোকেট এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঢাকা ট্যাক্সস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের মজুমদার মেজবাহ ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর জেনারেল ডেপুটি সেক্রেটারি আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুৃ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা জেলার সভাপতি মোঃ মাজুম আলী খান, জেনারেল এডিশনাল সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ, লিগ্যাল এইড অ্যান্ড সোসিয়েল ওয়েলফেয়ার এর সম্পাদক মোঃ আশরাফ হোসেন খান, জেনারেল ডেপুটি সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলার কোষ্যধ্যক্ষ আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি